Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পঞ্চগড়ে বেগম রোকেয়া দিবস পালিত পঞ্চগড়

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পঞ্চগড়ে বেগম রোকেয়া দিবস পালিত

সোমবার সন্ধ্যায় বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ের বোদায় কেন্দ্রীয় শহীদ মিনারে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, প্রত্যাশা ২০২১ ফোরাম, ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার, হিমালয়কন্যা থিয়েটার ও বেগম রোকেয়া দীপশিখা পরিষদ এর যৌথ আয়োজনে প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী মুক্তি ও নারী শিক্ষার চিরায়ত দীপশিখা বিপ্লবী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু বার্ষিকীতে ১৩৯ টি মোমবাতি প্রজ্জ¦লন করে অনুষ্ঠান শুরু করেন উপস্থিত অতিথিরা। এরপর তাঁর জীবনের উপর আলোচনায় অংশ নেন উপস্থিতরা। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বোদা পঞ্চগড়ের প্রোগ্রাম অফিসার মালেকা বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। আরো বক্তব্য রাখেন বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজুল ইসলাম, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, গণসাক্ষরতা অভিযান এর প্রোগ্রাম অফিসার মহসিনা চৌধুরী, উদীচী শিল্পী গোষ্ঠী বোদার সহ সাধারণ সম্পাদক উদয় কুমার ঘোষ, প্রত্যাশা ২০২১ ফোরাম এর সদস্য শফিউল আলম টুটুল, একুশ স্মৃতি পাঠাগারের সভাপতি এস এম শীলন, উপজেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, নগরকুমারী তরুণ সংঘের সভাপতি আব্দুর রহিম রিপন, হিমালয়কন্যা থিয়েটারের সংগঠক অনিল চন্দ্র শর্মা, ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার বোদা পঞ্চগড়ের সাধারণ সম্পাদক মোনালিসা আক্তার আইরিন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বোদা পঞ্চগড়ের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার ও হিমালয়কন্যা থিয়েটারের প্রতিষ্ঠাতা সিজুল ইসলাম। 

অনুষ্ঠানে বেগম রোকেয়ার লেখা কবিতা পাঠ করেন আবৃত্তিশিল্পী আলেয়াখোয়া স্কুল এন্ড কলেজ আটোয়ারীর প্রভাষক মাজেদুল ইসলাম আকাশ।