Opu Hasnat

আজ ১৫ আগস্ট শনিবার ২০২০,

ব্রেকিং নিউজ

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জে মানববন্ধন ও গণসাক্ষর কর্মসূচী সুনামগঞ্জ

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জে মানববন্ধন ও গণসাক্ষর কর্মসূচী

‘আমরা দুর্নীতির বিরোদ্ধে একতাবদ্ধ’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী মানববন্ধন ও গণ সাক্ষর কর্মসূচী পালিত হয়েছে। সোমবার দুপুর আড়াইটায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় টিআইবির সচেতন নাগরিক কমিটি সনাক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক যৌথ ভাবে এই কর্মসূচীর আয়োজন করে।

সনাকের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাদিব পরিমল কান্তি দে’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শরিফুল ইসলাম, জেলা সনাকের সভাপতি ধূর্জটি কুমার বসু, প্রবীণ আইনজীবি হোসেন তৌফিক চৌধুরী, প্রেস ক্লাবের সাধারন অধ্যক্ষ শেরগুল আহমদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতান কেয়া প্রমুখ।

এসময় বক্তারা আগামী প্রজন্ম যাতে দুর্নীতিগ্রস্থ না হয় এবং সব ধরণের দুর্নীতি থেকে বিরত থাকতে পারে তাই  সন্তানদের সুশিক্ষা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলার আহ্বান জানান। সেই সাথে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সৎ থেকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

এই বিভাগের অন্যান্য খবর