Opu Hasnat

আজ ২৬ জানুয়ারী রবিবার ২০২০,

গোয়ালন্দ পৌর আ’লীগের সভাপতি কাকলী, সুজ্জল সম্পাদক নির্বাচিত রাজবাড়ী

গোয়ালন্দ পৌর আ’লীগের সভাপতি কাকলী, সুজ্জল সম্পাদক নির্বাচিত

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোটে কাকলী নজরুল সভাপতি ও সফিকুল ইসলাম সুজ্জল সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টায় গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী। গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকছেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গণেশ নারায়ন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রদিপ্ত চক্রবর্তী কান্ত, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) সোহরাব হোসেন গেদু, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম প্রমুখ।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে মধ্যা‎হ্ন বিরতির পর শুরু হয় কাউন্সিল অধিবেশন। এতে সভাপতি পদে দুইজন এবং সাধারন সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহন শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। এতে কাকলী নজরুল ১৭২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলাউদ্দিন মৃধা পান ৪৫ ভোট। অপরদিকে সাধারন সম্পাদক পদে সফিকুল ইসলাম সুজ্জল ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কিয়াম শিকদার ৪৫ ভোট পান।