Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ছাতক মুক্ত দিবসে আলোচনা সভা র‌্যালী ও মিষ্টি বিতরণ মুক্তিবার্তাসুনামগঞ্জ

ছাতক মুক্ত দিবসে আলোচনা সভা র‌্যালী ও মিষ্টি বিতরণ

সুনামগঞ্জের ছাতক মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকহানাদারদের কবল হতে মুক্ত হয়ে বিজয় অর্জিত হয় ৬ ডিসেম্বর ১৯৭১ সালে। এ উপলক্ষে শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে আলোচনা সভা র‌্যালী ও মিষ্টি বিতরণ করা হয়। র‌্যালী শহর প্রদক্ষিন শেষে মুক্তিযুদ্ধা কমান্ডের কার্যালয়ে এসে শেষ হয়। 

মুক্তিযোদ্ধা কমান্ডের এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধা গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ইদ্রিছ আলী বীর প্রতিক, মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার আব্দুসসামাদ, আনোয়ার রহমান তোতা মিয়া, ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র আলহাজ আব্দুল ওয়াহিদ মজনু, ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহিন, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী,,সৈয়দ আহমদ, জেলা স্বেচচসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, উপজেলা যুবলীগ নেতা আতিকুর রহমান শাওন, পৌরযুবলীগ নেতা রুপক গোস্বামী। 

এদিকে, ছাতক মুক্ত দিবস উপলক্ষে বিডিসি সমাজ কল্যান ফাউন্ডেশনের উদ্যোগ শহরের শহীদ মিনার প্রাঙ্গনে রক্তদান কর্মসূচী ও বিনামুল্যে রক্তের গ্র“প নির্নয় ক্যাম্পেইন পালন করা হয়।  দিনব্যাপী এ ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবীর, সংস্থার সদস্য সচিব মৃদুল দাসের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যাপক হরিদাস রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাংবাদিক সাকির আমিন, সংস্থার আহবায়ক শিবলী নোমান সবুজ, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, সুজিত পাল, কামরুল হাসান, জাহাঙ্গীর আলম তারেক, আল আমিন, সংস্থার উপদেষ্টা স্বপ্নীল দাস আকাশ, অসিত দাস, আকাশ দাস, দুর্জয় দাস, জসিম উদ্দিন, শিবলু মিয়া, হাবিবুর রহমান, অভি আহমেদ, ইফতেকার আহমদ রাফি, কাওসার চৌধুরী, পুলক দাস, রিফাত চৌধুরী, অপু বর্ধন, সাগর আহমদ, অভিজিত রায়, মুক্তার হোসেন মান্না, মুহিবুর রহমান সুয়েব, রোমান আহমদ, রিপন আহমদ, বিলাল আহমদ প্রমুখ।