Opu Hasnat

আজ ৯ আগস্ট রবিবার ২০২০,

দুর্গাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত নেত্রকোনা

দুর্গাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত

জেলার দুর্গাপুরে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্তাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় এর পৃষ্ঠপোষকতায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিনদিনব্যাপী বিজ্ঞান মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে তিনদিনব্যাপী মেলার ‘জলবায় পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন এর সঞ্চালনায় সমাপনী আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, দ্বীনি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আঃ রহমান, প্রধান শিক্ষক বিনয় ভূষন সাহা রায়, সুরভী মান্দা প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।