Opu Hasnat

আজ ১৮ জানুয়ারী শনিবার ২০২০,

দুর্গাপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত নেত্রকোনা

দুর্গাপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা সমাজসেবা কার্যালয় দুর্গাপুর এর আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস এর এসডিডিবি ও প্রদীপ-এমজেএফ প্রকল্প, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের সমৃদ্ধি প্রকল্প ও দেশ বুদ্ধি প্রতিবন্দী স্কুলের সহযোগীতায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে কর্মসূচীর মধ্যে জিও, এনজিও ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে ”অভিগম্য আগামীর পথে” এই প্রতিপাদ্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম এর সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম, ডিএসকের প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের মাঠ কর্মকর্তা ছবি ম্রং প্রমুখ।