Opu Hasnat

আজ ১১ আগস্ট মঙ্গলবার ২০২০,

দোয়ারাবাজারের বাশঁতলা সীমান্তে ভারতীয় গরুর চালান আটক সুনামগঞ্জ

দোয়ারাবাজারের বাশঁতলা সীমান্তে  ভারতীয় গরুর চালান আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাশঁতলা এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় গরুর চালান আটক করেছে ২৮ বর্ডারগার্ড (বিজিবি)’র সদস্যরা। এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সুত্রে যানাযায়, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অভিযানে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২৩০/৫-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও নামক স্থানে অভিযান চালিয়ে চার লাখ নব্বই হাজার টাকা মুল্যের ১৪টি ভারতীয় গরু আটক করে।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পরিচালক অধিনায়ক মোঃ মাকসুদুল আলম জানান, আটককৃত গরুর চালান শুল্ক কার্যালয়, সুনামগঞ্জ কর্তৃক নিলাম করতঃ সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।