Opu Hasnat

আজ ২১ জানুয়ারী মঙ্গলবার ২০২০,

ব্রেকিং নিউজ

বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চের নির্মাণ কাজ পরিদর্শনে ইউএনও জুলিয়া খুলনা

বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চের নির্মাণ কাজ পরিদর্শনে ইউএনও জুলিয়া

পাইকগাছা উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। তিনি বুধবার সকালে নির্মাণ কাজ পরিদর্শন করে বিজয় দিবসের আগেই গুণগতমান বজায় রেখে নির্মাণ কাজ শেষ করার তাগিদ দেন সংশ্লিষ্টদের। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 

উল্লেখ্য, উপজেলা পরিষদের সামনে প্রথম বারের মত নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চ। ঐতিহাসিক বিশাল মঞ্চের দক্ষিণ পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন শহীদ মিনার। উত্তর পাশে থাকছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি (ভাষ্কর্য)। মাঝে থাকছে বিভিন্ন জাতীয় দিবস উদযাপন ও সভা সমাবেশ করার জন্য মঞ্চ। নির্মাণ কাজ শেষ হলে বিজয় দিবসের আগেই দৃষ্টিনন্দন ঐতিহাসিক মঞ্চটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হতে পারে বলে ইউএনও জানিয়েছেন।  

এই বিভাগের অন্যান্য খবর