Opu Hasnat

আজ ৬ আগস্ট বৃহস্পতিবার ২০২০,

এম আর এ সনদ পেলেন পাংশার ডিপিপি রাজবাড়ী

এম আর এ সনদ পেলেন পাংশার  ডিপিপি

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) থেকে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার সনদ পেয়েছেন রাজবাড়ীর পাংশা পৌর শহরের নারায়নপুরে অবস্থিত ডেভেলপমেন্ট ফর পুওর পীপলস্ (ডি.পি.পি)

বুধবার (৪ ডিসেম্বর) এম আর এ সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট ফর পুওর পীপলস (ডি.পি.পি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ সাইফুল ইসলাম নকীবের হাতে এ সনদপত্র  তুলে দেন এম আর এ’র এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী।

এ সময় অতিথি হিসাবে উপস্থি ছিলেন এম আর এ নির্বাহী পরিচালক, ও এম আরএ কর্মকর্তা সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিণ্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।