Opu Hasnat

আজ ৬ আগস্ট বৃহস্পতিবার ২০২০,

মোরেলগঞ্জে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন বাগেরহাট

মোরেলগঞ্জে  সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন

সরকারের শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বৃহস্পতিবার বাগেরহাটের মোরেলগঞ্জে ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা’ শীর্ষক প্রকল্পের উদ্ধোধন করা হয়েছে।  উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.শাহ-ই-আলম বাচ্চু এ প্রকল্পের উদ্ধোধন করেন। 

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কনসার্স ওয়াল্ডওয়াইড এ বাস্তবায়নে ও ইউকে এইড এর তত্ত্বাবধয়নের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। কেএমএমএস সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাডাঃ কামাল হোসের মুফতি, জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে।

বক্তব্য রাখেন, চেয়ারম্যান এইচ এম মাহামুদ আলী, কনসার্স ওয়াল্ডওয়াইড এ্যাডভোকেসি কো-অর্ডিনেটর মুহাম্মদ আব্দুল মান্নার, এজিও প্রতিনিধি আবুল কালাম আজাদ, শওকত চৌধুরী প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্বাস্থ্যকর্মী, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন। 

এই বিভাগের অন্যান্য খবর