Opu Hasnat

আজ ১৮ জানুয়ারী শনিবার ২০২০,

বাগেরহাটে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত বাগেরহাট

বাগেরহাটে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

‘অভিনগম্য আগামীর পথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক ও সামাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাংস্কৃতিক ফাউন্ডেশনের এসি লাহা মিলানায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মানুর রশীদ। 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম আহসান প্রমুখ।

আলোচনা সভা শেষে ৩০জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

এই বিভাগের অন্যান্য খবর