Opu Hasnat

আজ ১৯ সেপ্টেম্বর শনিবার ২০২০,

সেলিনা পারভীন পাইকগাছা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত খুলনা

সেলিনা পারভীন পাইকগাছা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

পাইকগাছা পৌর সদরের শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীন উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা বাছাই কমিটি কর্তৃক সেলিনা পারভীনকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়। তিনি ২০০৮ সালে প্রধান শিক্ষক হিসেবে চাকুরিতে যোগদান করেন। ২০০৯ সাল থেকে অদ্যাবধী শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব দক্ষতার সহিত পালন করে আসছেন। তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় এ দিন দুপুরে ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সভাপতি জগদীশ চন্দ্র রায়, শিক্ষক সাধনা সরকার, শিল্পী পারভীন, সুরাইয়া ইয়াসমিন, পাপিয়া সুলতানা ও শিবপদ সরদার।

 

এই বিভাগের অন্যান্য খবর