Opu Hasnat

আজ ১৯ জানুয়ারী রবিবার ২০২০,

আউট সোসিং কর্মচারীদের ৬ মাস ধরে বন্ধ বেতন চালুর দাবিতে মানবন্ধন সুনামগঞ্জ

আউট সোসিং কর্মচারীদের ৬ মাস ধরে বন্ধ বেতন চালুর দাবিতে মানবন্ধন

অনেস সিক্রেরটি সার্ভিস প্রজেক্ট এর আওতায় নিয়োগপ্রাপ্ত আউট সোসিং কর্মচারীদের ৬ মাসের ধরে বন্ধ বেতন চালুর দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আউট সোসিং কর্মচারী মো.আব্দুল হাই ও মো.শরীফের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, আউট সোসিং কর্মচারী আফাজাল হোসেন বাকী, আলী হাসান, ইউসুফ আলম পাপলু, সুজন মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ৬মাস ধরে আমাদের বেতন বন্ধ থাকায় ছেলে মেয়েদের নিয়ে খুব কষ্টে দিন যাপন করছি, সিভিল সার্জনকে বেতন বন্ধের বিষয়টি অবগত করলেও তিনি কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন না বলে দাবী করেন। আমরা আজকে মানববন্ধনে দাড়িয়ে বলতে চাই আগামী ১০ডিসেম্বরের মধ্যে যদি আমাদের ৬মাসের বেতন এক সাথে পরিশোধ করা না হয় তাহলে আগামীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করার হুশিয়ারী উচ্চারণ করেন তারা।

এই বিভাগের অন্যান্য খবর