Opu Hasnat

আজ ১৯ জানুয়ারী রবিবার ২০২০,

বাংলাদেশকে চতুর্থ সোনা এনে দিলেন হোমায়রা খেলাধুলা

বাংলাদেশকে চতুর্থ সোনা এনে দিলেন হোমায়রা

কারাতের নারী একক প্রতিযোগিতা থেকে আরও একটি সোনার পদক পেল বাংলাদেশ। নিজের ইভেন্ট কুমিতে সেরা হয়েছেন হুমায়রা আক্তার অন্তরা। মঙ্গলবার নারী একক অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন এই অ্যাথলেট। নেপালের অনু গুরুংকে ৫-২ পয়েন্টে হারান তিনি।
 
এবারের দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) এই নিয়ে বাংলাদেশ জিতল মোট ৪টি সোনা। 

অন্তরার আগে মঙ্গলবার কারাতের নারী একক অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন মারজান আক্তার প্রিয়া। আর পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন আল আমিন। সোমবার তায়কোয়ান্দো থেকে সোনার পদক জেতেন দিপু চাকমা।

সোমবার এই হোমায়রার মাধ্যমেই চলতি এসএ গেমসে প্রথম পদকের দেখা পেয়েছিল বাংলাদেশ। মেয়েদের একক কাতায় ব্রোঞ্জ জেতার মাধ্যমে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন হোমায়রা আক্তার অন্তরা।