Opu Hasnat

আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার ২০১৯,

হাতিল ফার্নিচার’র ‘আমার ঘরে হৃদয় জুড়ে’ কনটেস্ট এন্ড গিফট কালেকশান ক্যাম্পিং ও প্রদর্শনী অনুষ্ঠিত পাবনা

হাতিল ফার্নিচার’র ‘আমার ঘরে হৃদয় জুড়ে’ কনটেস্ট এন্ড গিফট কালেকশান ক্যাম্পিং ও প্রদর্শনী অনুষ্ঠিত

দেশের প্রথম ভার্চুয়াল ফার্নিচার হাতিল শোরুম পাবনায় অগ্রযাত্রার ১০ বছর পূর্তিতে ৩দিন ব্যাপী ‘আমার ঘরে হৃদয়জুড়ে’ কনটেস্ট এন্ড গিফট কালেকশান ক্যাম্পিং ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীর শেষদিনে শনিবার রাতে কনটেস্ট এন্ড গিফট কালেকশান ক্যাম্পিং-এ অংশগ্রহণকারী ও সেরা ক্রেতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ ফিরোজ কবির এমপি, হাতিল কমপ্লেক্স, লি. এর ডাইরেক্টর অব মার্কেটিং মশিউর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতিয়ুর রহমান, পাবনা চেম্বার অব কমার্স এর সভাপতি মো. সাইফুল ইসলাম স্বপন চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লি. এর আবাসিক পরিচালক দবির উদ্দিন প্রমূখ। সার্বিক পরিচালনা করেন পাবনা হাতিল শোরুমের প্রোপাইটর একেএম মঞ্জুরুল হক।

এই বিভাগের অন্যান্য খবর