Opu Hasnat

আজ ৭ জুন বুধবার ২০২৩,

চাঞ্চল্যকর রাজন হত্যা মামলা

তৃতীয় দিনে স্বাক্ষ্য দিচ্ছেন ৪ জন আইন ও আদালতসিলেট

তৃতীয় দিনে স্বাক্ষ্য দিচ্ছেন ৪ জন

সিলেটে শিশু রাজন হত্যা মামলায় তিৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে। 

আজ (৭ অক্টোবর) দুপুর ১২টায় সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে কারাগারে থাকা ১০ আসামিকে হাজির করা হয়। পরে তাদের উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

তৃতীয় দিনে সাক্ষ্য দেবেন স্থানীয় বাদেয়ালী গ্রামের বাসিন্দা ইশতিয়াক আহমদ রায়হান, নিজাম উদ্দিন, অনন্তপুর গ্রামের আব্দুজ জাহির মেম্বর ও শেখপাড়ার বাসিন্দা পংকী মিয়া।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মফুর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১ অক্টোবর এই আদালতে রাজনের বাবা শেখ আজিজুর রহমান ও জালালাবাদ থানার বরখাস্ত এসআই আমিনুল ইসলামের সাক্ষ্যগ্রহণের মধ্যদিয়ে বহুল আলোচিত এ মামলার বিচারকার্য শুরু হয়।

এছাড়া ৪ অক্টোবর দ্বিতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ করা হয়। ওই দিন রাজনের মা লুবনা বেগমসহ চারজন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য দেন।

আদালত সূত্র জানায়, আগামী ৮, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ অক্টোবরও সাক্ষ্য নেওয়া হবে। মামলার মোট সাক্ষী ৩৮ জন।