Opu Hasnat

আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার ২০২০,

রাজবাড়ীতে চালকদের প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন রাজবাড়ী

রাজবাড়ীতে চালকদের প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন

যান বাহন চালকদের প্রশিক্ষন ও দূর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজবাড়ীতে যাত্রা শুরু করেছে ড্রাইভার্স ট্রেনিং সেন্টার।

রবিবার সকালে রাজবাড়ীর পৌর মক্তব সুপার মার্কেটে ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

এ সময় রাজবাড়ীর টেকনিক্যাল ইন্সিটিটিউটের সভাপতি ইয়াসমিন আক্তার প্রিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের সভাপতি নুরুন্নবী শিমু, নিরাপদ সড়ক চাই রাজবাড়ী জেলা শাখার সভাপতি চৌধুরী গোলাম মস্তফা রন্টু প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে সবচেয়ে বেশি প্রয়োজন চালক এবং পথচারীদের সচেতনতা। যদি দক্ষ লোককে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয় তাহলে দুর্ঘটনা কমবে। চালকদের প্রশিক্ষনের এই সেন্টারটি দুর্ঘটনারোধে ভুমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

এই বিভাগের অন্যান্য খবর