Opu Hasnat

আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার ২০২০,

দলের মধ্যে বিভাজন তৈরী করে আওয়ামীলীগ করতে পারবেন না বাগেরহাট

দলের মধ্যে বিভাজন তৈরী করে আওয়ামীলীগ করতে পারবেন না

কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, দলের মধ্যে বিভাজন তৈরী করবেন না, সে আপনি যত ফুট উচু আর যত ফুট চওড়া হন আওয়ামীলীগ করতে পারবেন না। দলের কর্মীদের ভালবাসতে হবে। মনে রাখবেন কর্মীরাই আপনাকে নেতা বানিয়েছে। সকালে তিনি মোরেলগঞ্জের সন্ন্যাসী বাজারে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। 

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের হাওলাদারের সভাপতিত্বে সন্ন্যাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সাধারন কর্মীদের উদ্দেশ্য করে মিলন আরো বলেন, কোন নেতা জামায়াত বিএনপির  কাউকে দলেন সদস্য করলে আপনারা প্রতিবাদ করবেন। দল ওই নেতার বিরুদ্ধে বিচার ব্যবস্থা নেবে। দলের মধ্যে কোন হাইব্রিট নেতার স্থান হবেনা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম, এমদাদুল হক, সাবেক দপ্তর সম্পাদক মাষ্টার সাইদুর রহমান, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম হাওলাদার প্রমুখ।

প্রসঙ্গত, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ্যাড. আমিরুল আলম মিলন ও এম, এমদাদুল হক পুনরায় সভাপতি সম্পাদক নির্বাচিত হওয়ায় খাউনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ তাদের সংবর্ধনা দেয়।

এই বিভাগের অন্যান্য খবর