Opu Hasnat

আজ ২৩ সেপ্টেম্বর শনিবার ২০২৩,

নোয়াখালীতে দোকান কর্মচারীর মৃতদেহ উদ্ধার নোয়াখালী

নোয়াখালীতে দোকান কর্মচারীর মৃতদেহ উদ্ধার

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোর্ট ইউনিয়ন থেকে নজরুল ইসলাম (৩০) নামের এক দোকান কর্মচারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (০৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়নের দশঘরিয়া বাজারের আনোয়ারের মুদি দোকান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

নজরুল পূর্ব পরকোর্ট গ্রামের আবদুল মতিনের ছেলে। তিনি আনোয়ারের মুদি দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।