Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনা

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন ডিএসকে এর সমৃদ্ধি কর্মসূচীর আওতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর পরিষ্কার পরিচ্ছন্নতা ও যৌন হয়রানি রোধ কার্যক্রম এর আয়োজনে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে প্রেসক্লাব সাংবাদিকদের উপস্থিতিতে প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে প্রোগ্রাম অফিসার দীলিপ কুমার ঘোষ এর সঞ্চালনায় বিস্তারিত আলোচনা করেন, ডিএসকের প্রকল্প ব্যাবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ, অন্যদের মধ্যে আলোচনা করেন, প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, সাহাদাত হোসেন কাজল, এস এম রফিকুল ইসলাম, মাইকেল প্রদীপ বাউল, প্রেসক্লাব সাধারন সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক জীবন কুমার রাংসা, ধ্রুব সরকার, জামাল তালুকদার, পল্টন হাজং, এইচ এম সাইদুল ইসলাম, সুমন রায়, আফম সফিউল্লাহ, ডা. কামরুল ইসলাম, বিজন কৃষ্ণ রায়, চারন গোপাল চক্রবর্তী প্রমুখ। 

বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সংবাদকর্মীদেরও ভুমিকা রয়েছে। দেশের সামগ্রিক উন্নয়নে পরিচ্ছন্ন পরিবেশ ও নারীদের অধিকার প্রতিষ্ঠা সহ যৌন হয়রানি প্রতিরোধে পবিত্র লিখার মাধ্যমে সমাজের আসল চিত্রটি তুলে ধরতে আহবান জানান। সেই সাথে ধর্মীয় মুল্যবোধে সকলকে সচেতন করে তুলতে মিডিয়ার কোন বিকল্প নাই। এরই ধারাবাহিকতায় উপস্থিত সংবাদকর্মীদের নিজ নিজ পত্রিকায় এ সকল বিষয়ে তুলে ধরতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।