কক্সবাজারে আ’লীগ নেতার লাশ উদ্ধার কক্সবাজার / 
কক্সবাজারের পেকুয়া উপজেলার আওয়ামী লীগ সভাপতি শাহাব উদ্দিন ফরাজির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (০৭ অক্টোবর) সকাল ৭টার দিকে টেটং ইউনিয়নের বড়ছড়া খাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব টাইমটাচনিউজকে জানান, খবর পেয়ে ওই খাল থেকে উপজেলার আওয়ামী লীগ সভাপতি শাহাব উদ্দিন ফরাজির মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে বড়ছড়া বাজার এলাকায় একটি সালিশে যান শাহাব উদ্দিন। রাত ৯টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। সকালে বড়ছড়া খাল এলাকায় স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠনো প্রস্তুতি চলছে বলে জানান ওসি।