Opu Hasnat

আজ ২৪ এপ্রিল বুধবার ২০২৪,

সেবিকার দায়িত্ব অবহেলা

ছাতকে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু স্বাস্থ্যসেবাসুনামগঞ্জ

ছাতকে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

ছাতকে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায় গত সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি বিভাগে ভর্তি হন উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা শংকরপুর গ্রামের মাওলানা আবু সাঈদ মোহাম্মদ আব্দুল­াহর স্ত্রী নাদিরা বেগম (৩৫)। গর্ভবতী নাদিরা বেগমের দেবর আব্দুল আলিম সুত্রে জানা যায় হাসপাতালের প্রসূতি কক্ষে বিছানায় শুয়ানোর পর দায়িত্বরত সেবিকা নাছিমা আক্তার আগের রোগীর ব্যবহৃত স্যালাইন ব্যবহার করেন আমাদের রোগী নাদিরা বেগমের শরীরে এবং ভুল বশত আগের রোগীর ইনজেকশন থাকা স্বত্বেও স্যালাইনে আমাদের কাছ থেকে নিয়ে আরও একটি ইনজেকশন পুষ করেন। ফলে অতিরিক্ত ইনজেকশনের কারনে কিছুক্ষনের মধ্যেই খিচুনী উঠে রাত ১১টায় রোগী মারা যায়। এ সময় সেবিকা নাছিমা বেগম মোবাইলে গেমস খেলতে ছিলেন। বার বার বলার পরও রোগীর দিকে কোন খেয়াল না করে বলেন এসব কিছু না। 

এ ব্যাপারে কর্তব্যরত ডাক্তার মাছুম বিল­াহ জানান, রোগীর জরায়ুর মুখ খোলা থাকায় ভিতর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায়। এ অবস্থায় রোগীকে আমাদের এখানে প্রসব করানো অপারগতা প্রকাশ করলে রোগীর দায়িত্বশীলগন হাসপাতালেই রোগীর প্রসব করানোর জন্য চাপ দেন। পরে কিছুক্ষনের মধ্যেই রোগী মারা যায়। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীক চক্রবর্তী জানান, রোগীর অবস্থায় খারাপ ছিল এখানে প্রসব করাতে ডাক্তারা রাজী না হলেও রোগীর আত্মীয় স্বজনরা ডাক্তারদের উপর চাপ প্রয়োগ করলে কালবিলম্ভের কারণে রোগী মারা যায়। দায়িত্বরত সেবিকা নাছিমা আক্তারের সেল ফোনে যোগাযোগ করলে তার সেল ফোনটি বন্ধ পাওয়া যায়। 

এই বিভাগের অন্যান্য খবর