Opu Hasnat

আজ ৯ জুলাই বৃহস্পতিবার ২০২০,

আজ ঢাকা আসছে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধি দল খেলাধুলা

আজ ঢাকা আসছে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধি দল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগামী বছরের জুন মাসে ঢাকায় আসবে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। আর তাই পরিবেশ পরিস্থিতি দেখতে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ঢাকায় আসছে ম্যানচেস্টার ইউনাইটেডের চারজনের প্রতিনিধি দল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমি সংবাদমাধ্যমকে জানান, 'ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধি দল সকাল সাড়ে নয়টায় ঢাকায় পৌঁছাবে। সেখান থেকেই হোটেল যাবে। তারপর বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যাবে দলটি। বাফুফের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করবে তারা। রাতে থেকে পরের দিন ফিরবে প্রতিনিধিরা।'

প্রতিনিধি দলে থাকবেন ম্যানইউর ফুটবল বিভাগের সেক্রেটারি, একজন লজিসটিক অফিসার ও দুইজন অফিশিয়াল। পর্যবেক্ষক দল কাঠামোগত দিকগুলো পর্যবেক্ষণ করে ইতিবাচক প্রতিবেদন দিলেই সফরটি নিশ্চিত হবে।