Opu Hasnat

আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার ২০২০,

দুর্গাপুরে সিপিবি‘র পদযাত্রা নেত্রকোনা

দুর্গাপুরে সিপিবি‘র পদযাত্রা

জেলার দুর্গাপুরে জনগণের অধিকার আদায়, গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত এর দাবীতে দুর্গাপুর উপজেলা সিপিবি‘র উদ্দ্যেগে বিরিশিরি থেকে দুর্গাপর পৌরশহর প্রদক্ষিনের মাধ্যমে পদযাত্রা কর্মসূচি পালন করেছে। শনিবার দুপুরে পদযাত্রা কর্মসুচী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে পদযাত্রা শেষে সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায় এমকেসিএম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিপিবি‘র সাবেক সাধারণ সম্পাদক শামছুম আলম খান, উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, মহিলা পরিষদ নেত্রী তাসলিমা বেগম, উপজেলা যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়ন এর নেতৃবৃন্দ। 

বক্তারা ভূমিহীন ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য স্বল্প মুল্যে খাদ্য ব্যবস্থা, দুঃশাসন হটাও ব্যবস্থা বদলাও, দুর্নীতি-লুটপাট-সন্ত্রাস ও সাম্রাজ্যবাদকে রুখে দাঁড়ানো সহ গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবীতে গ্রাম শহরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।