Opu Hasnat

আজ ২০ সেপ্টেম্বর রবিবার ২০২০,

কুবিতে উত্তীর্ণ ভর্তিচ্ছুদের সাক্ষাতকার রবিবার থেকে শিক্ষাকুমিল্লা

কুবিতে উত্তীর্ণ ভর্তিচ্ছুদের সাক্ষাতকার রবিবার থেকে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের সাক্ষাৎকার রবিবার (২৪ নভেম্বর) ও সোমবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

রবিবার (২৪ নভেম্বর) সকাল নয়টা থেকে ‘এ’ ইউনিটের মেধাক্রম ১ম থেকে ৬০০ তম এবং সোমবার (২৫ নভেম্বর) সকাল নয়টা থেকে 'এ' ইউনিটের মেধাক্রম ৬০১ থেকে ১৫১৮তম পর্যন্ত শুধু গণিত উত্তর প্রদানকারী ও কোটায় উত্তীর্ণদের সাক্ষাৎকার শুরু হবে।

২৪ নভেম্বর ‘বি’ ইউনিটের মানবিকের ১ম থেকে ৫১৪ মেধাক্রম সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত, ব্যবসায় শিক্ষার ১ম থেকে ১০৪ মেধাক্রম দুপুর ২টা থেকে এবং ২৫ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বিজ্ঞান ও কোটায় উত্তীর্ণদের ১ম থেকে ২৮২ মেধাক্রম পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

২৪ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষার ১ম থেকে ২৫০ মেধাক্রম, বিকাল ৩টায় ২৫১ থেকে ৪০০ মেধাক্রম এবং ২৫ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মানবিকের ১ম থেকে ৩২ মেধাক্রম, বিকাল ৩টায় বিজ্ঞান ও কোটায় উত্তীর্ণদের ১ম থেকে ৪৮ মেধাক্রম পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের অবশ্যই একাডেমিক সকল সনদপত্রের মূল কপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, কোটায় উত্তীর্ণদের ক্ষেত্রে সরকার নির্দেশিত মূল সনদপত্র ও তার ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে। ২৫ নভেম্বর সাক্ষাৎকার গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে।

সাক্ষাৎকারে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র ও শনিবার ব্যতীত) তাদের স্ব স্ব বিভাগে ভর্তি হতে পারবে। ৮ ও ১০ ডিসেম্বর শিক্ষার্থীরা মাইগ্রেশন করার সুযোগ পাবে। প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ২০২০ সালের ১ জানুয়ারি।

এই বিভাগের অন্যান্য খবর