Opu Hasnat

আজ ১১ জুলাই শনিবার ২০২০,

মুন্সীগঞ্জে বাস-বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১০ মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে বাস-বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১০

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সুপার জায়েদুল আলম ১০ জন নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে শিমুলিয়াঘাটগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন ও পরে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও ২জন ও ঢাকা মেডিকেল হাসপাতালে আরো ২ জনের মৃত্যু হয়। এর মধ্যে এক বৃদ্ধা (৭০) ও  এক শিশুর (৮) মরদেহ রয়েছে।

লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ (এএসপি) মো. আসাদুজ্জামান জানান, এ দুর্ঘটনায় আরো ২জন গুরুতর আহতসহ কমপক্ষে ১০ জন আহত আছে। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, নিহত ১০ জনের মধ্যে ৮ জনের লাশ শ্রীনগর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে রয়েছে। বাকি দুইজনের লাশ ঢাকা মেডিকেলে আছে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা জায়নি।

এই বিভাগের অন্যান্য খবর