Opu Hasnat

আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার ২০১৯,

ঝালকাঠি জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালেন পিপিসহ নতুন আইন কর্মকর্তারা ঝালকাঠি

ঝালকাঠি জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালেন পিপিসহ নতুন আইন কর্মকর্তারা

ঝালকাঠিতে ফৌজদারী ও দেওয়ানী মামলা পরিচালনার জন্য আইন মন্ত্রণালয় নতুন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কাছে যোগদানপত্র দাখিল করেন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সাথে সৌজন্য স্বাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা জানান তারা। 

এসময় উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এ্যাড. আবদুল মান্নান রসুল, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও অতিরিক্ত পিপি এ্যাড.আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু, সহকারী পিপি এ্যাড. মোঃ আবদুল জলিল, এ্যাড. সনজীব কুমার বিশ্বাস, এ্যাড. মোঃ হোসেন আকন খোকন, এ্যাড. সনজয় কুমার মিত্র ও এ্যাড. মোঃ বনি আমীন বাকলাই। জিপি এ্যাড. মীর রফিকুল ইসলাম আজম, সহকারী জিপি এ্যাড. মোঃ গোলাম কিবরিয়া ঝন্টু, এ্যাড. এএম বদরুল মিল্লাত খোকন, এ্যাড. সুহাস চন্দ্র সাহা ও এ্যাড. মোঃ শহীদুর রহমান বাচ্চু।