Opu Hasnat

আজ ১৬ জুলাই বৃহস্পতিবার ২০২০,

ব্রেকিং নিউজ

মোরেলগঞ্জে ৪১তম বিজ্ঞান মেলার উদ্বোধন বাগেরহাট

মোরেলগঞ্জে ৪১তম বিজ্ঞান মেলার উদ্বোধন

‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বৃহস্পতিবার বাগেরহাটের মোরেলগঞ্জে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু ৩ দিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন।

মোরেলগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, প্রধান শিক্ষিকা মমতাজ বেগম, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, এসআই আসাদুজ্জামান মিঠু। 

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলায় উপজেলার ২০টি মাদ্রাসা,স্কুল ও কলেজ পর্যায়ের ২০ টি ষ্টল প্রদর্শিত হয়েছে। 

এই বিভাগের অন্যান্য খবর