Opu Hasnat

আজ ২৬ জানুয়ারী রবিবার ২০২০,

পাংশায় ব্রাকের পল্লী সমাজ নেতাদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ রাজবাড়ী

পাংশায় ব্রাকের পল্লী সমাজ নেতাদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে ব্র্যাক মৈশালা অফিসে গত ২০ নভেম্বর, দিনব্যাপী পল্লী সমাজ নেতাদের সক্ষমতা বৃদ্ধির এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি কর্তৃক পরিচালিত ওয়ার্ড ভিত্তিক দরিদ্র নারীদের সংগঠন পল্লী সমাজের ২৪ জন নেতাদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণটি পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মানিকগঞ্জেন সিনিয়র জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পাংশা, রাজবাড়ী এম.এ. নাহার। অন্যানের মধ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো: সাজ্জাদুজ্জামান চৌধুরী, ব্র্যাক মানবসম্পদ বিভাগে ফরিদপুর জোনের জোনাল ম্যানেজার অনুপম পাল, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক মো: ইব্রাহিম প্রমুখ। 

প্রশিক্ষণে সফল যোগাযোগ, আপোষ আলোচনা, নেতার গুনাবলী, এডভোকেসী, নেতার নেতৃত্ব, সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত ও তার সমাধানে প্রন্থা, সরকারী বেসরকারী সেবা সমূহ সনাক্ত এবং তা আদায়ের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।