Opu Hasnat

আজ ২০ সেপ্টেম্বর রবিবার ২০২০,

ডেলটা লাইফ ইনসিওরেন্সের চাঁদপুর জোন অপারেশন সেন্টারের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত অর্থ-বাণিজ্য

ডেলটা লাইফ ইনসিওরেন্সের চাঁদপুর জোন অপারেশন সেন্টারের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ-এর গণ-গ্রামীণ বীমা ডিভিশনের আওতাধীন চাঁদপুর জোন অপারেশন সেন্টারের ব্যবসা উন্নয়ন সভা বুধবার (২০ নভেম্বর) রোটারী ক্লাব ভবন, চাঁদপুর-এ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় কোম্পানীর চীফ মার্কেটিং অফিসার বিনীত কুমার আগারওয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ-গ্রামীণ বীমার উন্নয়ন বিভাগের প্রধান ও এসইভিপি আনোয়ারুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জোন অপারেশন সেন্টারের ভাইস প্রেসিডেন্ট কে.এম. লোকমান হোসেন।

সভায় ২০১৯ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয় এবং তা বাস্তবায়নের মাধ্যমে চাঁদপুর জোন অপারেশন সেন্টারের সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। সভায় চাঁদপুর জোন অপারেশন সেন্টারের বীমা এজেন্ট ও ইউনিট ম্যানেজারগণ উপস্থিত ছিলেন। চীফ মার্কেটিং অফিসার ও কোম্পানীর একক বীমার ইভিপি মো. ফরহাদ জলিল পরবর্তীতে পৃথকভাবে একক বীমার কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

এই বিভাগের অন্যান্য খবর