Opu Hasnat

আজ ৯ আগস্ট রবিবার ২০২০,

পাবনায় মাদক নির্মূলে তরুণ সমাজের ভূমিকা শীর্ষক আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত পাবনা

পাবনায় মাদক নির্মূলে তরুণ সমাজের ভূমিকা শীর্ষক আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

পাবনায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মশাল’ এর আয়োজনে মাদক নির্মূলে তরুণ সমাজের ভূমিকা শীর্ষক আলোচনাসভা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ৮টায় ক্যাফে পাবনাতে মাদক নির্মূলে তরুণ সমাজের ভূমিকা নিয়ে দিক-নির্দেনামূলক বক্তব্য রাখেন, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, পাবনা আইনজীবি সমিতির সভাপতি আমিনুল ইসলাম পটল, স্বেচ্ছাসেবী সংগঠন ‘মশাল’ এর প্রধান সমন্বয়ক ডা. আহমেদ মোস্তফা নোমান, সাংবাদিক ছিফাত রহমান সনম, আমিনুল ইসলাম প্রমূখ।

এসময় শ্রীলংকার রাষ্ট্রপতি কর্তৃক সাউথ এশিয়ান বিজনেস সামিট ও এক্সিলেন্সি এওয়ার্ড-২০১৯ পাওয়ায় ‘মশাল’ এর উপদেস্টা তরুণ ব্যবসায়ী আমিনুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা শেষে মাদক বিরোধী মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই বিভাগের অন্যান্য খবর