Opu Hasnat

আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার ২০১৯,

কেরানীগঞ্জ বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ রাজধানী

কেরানীগঞ্জ বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

রাজধানীর কেরানীগঞ্জ বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে আহত আবুল হোসেন (৬৫) নামে এক ব‌্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ‌্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

বুধবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান।

ঢামেক পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইনস্পেক্টর বাচ্চু মিয়া বলেন, বুধবার রাত কেরানীগঞ্জে একটি দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন দুজন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনলে কর্তব‌্যরত চিকিৎসক রাব্বি নামে একজনকে মৃত ঘোষণা করেন। আবুল হোসেন চিকিৎসাধীন ছিলেন। রাতে তিনিও মারা যান। আবুল হোসেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।

প্রসঙ্গত, বুধবার রাত ৮টার দিকে কেরানীগঞ্জে দ্রুতগামী একটি বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।