Opu Hasnat

আজ ৮ ডিসেম্বর রবিবার ২০১৯,

গুজবে বিভ্রান্ত হবেন না ফরিদপুরবাসী : জেলা প্রশাসক ফরিদপুর

গুজবে বিভ্রান্ত হবেন না ফরিদপুরবাসী : জেলা প্রশাসক

গুজবে বিভ্রান্ত হবেন না, দেশে কোন লবন সংকট নেই, অসাধুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানালেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। তিনি বলেন এরই মধ্যে যারা এই কর্মকান্ডের সঙ্গে জরিত তাদেরকে আটকত করে আইনের হাতে তুলে দেয়া হয়েছে। 

বুধবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ ও টাস্কফোর্স কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্ব এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, দুটি কমিটির সদস্যবৃন্দ, ক্যাব প্রতিনিধি ও বিভিন্ন বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ। 

এসময় জেলা প্রশাসক বাজার কমিটি, ব্যবসায়ী ও ভোক্তা অধিকার সংরক্ষণ ও টাস্কফোর্স কমিটির নেতাদের কথা মনোযোগ সহকারে শোনেন। এসময় তিনি তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদানসহ নানা উপদেশ প্রদান করেন সভায়।