Opu Hasnat

আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার ২০১৯,

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য আহত ঝিনাইদহ

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য আহত

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় জয়ন্ত বালা ও নাসির উদ্দিন নামের দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকালে কালীগঞ্জ-যশোর মহাসড়কের পিরোজপুর নামকস্থানে এ দূর্ঘটনাটি ঘটে। আহত দুই পুলিশ সদস্যকে যশোর ২৫০ শষ্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দু’জনই কালীগঞ্জ বারোবাজার পুলিশ ক্যাম্পে কর্মরত।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, বারোবাজার পুলিশ ফাঁড়ির দুই পুলিশ সদস্য জয়ন্ত বালা ও নাসির উদ্দিন মঙ্গলবার সকালে ক্যাম্প থেকে মোটরসাইকেল যোগে কালীগঞ্জে পিইসি পরীক্ষার ডিউটিতে আসছিল। পথিমধ্যে পিরোজপুর নামক স্থানে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে।