Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

রাজবাড়ীতে লবন কেনার হিড়িক : বাড়েনি দাম, মজুদও আছে পর্যাপ্ত রাজবাড়ী

রাজবাড়ীতে লবন কেনার হিড়িক : বাড়েনি দাম, মজুদও আছে পর্যাপ্ত

রাজবাড়ীতে হিড়িক লেগেছে লবন কেনায়। বাড়েনি দাম। এছাড়াও পর্যাপ্ত মজুত আছে।  লবনের দাম বৃদ্ধি এমন গুজবে কান দিয়ে বাজারে ভীর জমিয়ে মানুষ। মঙ্গলবার বিকেল থেকে রাজবাড়ী বাজারের প্রতিটি লবনের দোকানে লবন কিনতে ভীর জমিয়ে ক্রেতারা। চাহিদার তুলনায় বাড়তি লবন কিনে নিয়েছেন অনেকে।

ক্রেতারা জানান, তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন এসেছে ঢাকাসহ দেশের সব সব স্থানে লবন সংকট তাই লবন কিনছেন তারা।

বিক্রেতারা জানান, মঙ্গলবার বিকেল থেকে দলে দলে মানুষ শুধু লবন কিনতে আসছে। অন্য সব ধরনের মুদি মালামালের চেয়ে লবন বিক্রি বেড়েছে কয়েকগুন। তাছাড়া রাজবাড়ীতে প্রচুর লবন মজুদ আছে বলেও জানান তারা।

এদিকে, লবনের বাড়তি বেচাকেনার খবর পেয়ে মাঠে নামে পুলিশ প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর রাজবাড়ীর উপ-পরিচালক মোঃ সরিফুল ইসলাম জানান, এটি সম্পূর্ণ গুজব। একটি মহল তাদের ফায়দা লুটে নেওয়ার জন্য গুজব ছরিয়েছে।  কেউ যাতে লবনের বাড়তি দাম নিতে না পারে সে জন্য আমরা মাঠে আছি। তাছারা দেশে প্রচুর লবন মজুদ আছে বলে জানান এই কর্মকর্তা।