Opu Hasnat

আজ ৩ আগস্ট সোমবার ২০২০,

পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত খুলনা

পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গ্রাম আদালত সক্রীয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী ৫ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন, উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক রবিউল ইসলাম, গ্রাম আদালত সহকারী বাবুল গোলদার ও শুক্লা মিশ্র। ১০ ইউনিয়নের ইউপি সদস্যদের প্রশিক্ষণের প্রথম ব্যাচে কপিলমুনি ও লতা ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।