Opu Hasnat

আজ ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২১,

জনসংহতি সমিতির দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৩ রাঙ্গামাটি

জনসংহতি সমিতির দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৩

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় জনসংহতি সমিতির দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই জেএসএসের সশস্ত্র শাখার সদস্য বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ওসি মো. মফজল আহাম্মদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, তিনজন নিহত হওয়ার খবর আমরা নিশ্চিত হয়েছি।

তিনি জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর একটি টিম গেছে। আমরা থানা পুলিশের একটি টিমও রওয়ানা হয়েছি। ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় আমরা সেখানে পৌঁছাতে একটু সময় লাগবে। ওসি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিহতরা সবাই জেএসএসের রাজনীতির সঙ্গে জড়িত।