Opu Hasnat

আজ ৩ আগস্ট সোমবার ২০২০,

কালুখালীতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন কৃষি সংবাদরাজবাড়ী

কালুখালীতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন

সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবিশস্য চাষের সার ও বীজ বিতরন করা হয়েছে।  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরন কর্মসূচির উদ্বোধন করেন। 

 কৃষি প্রণোদনা কর্মসূচির আওতাধীন ওই কর্মসূচির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম। বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ  মাছিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা পরিষদ সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, জেলা পরিষদ সদস্য খাইরুল ইসলাম খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।   

অনুষ্ঠানে কালুখালীর ৭ ইউনিয়নের ১ শ ৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ২ কেজি হাইব্রিড জাতের ভূট্টাবীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমপি সার প্রদান করা হয়।   এছাড়া ২ শ ৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১ কেজি উচ্চ ফলনশীল সরিসাবীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমপি সার প্রদান করা হয়।