Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

রাজবাড়ীতে ৭২০ কৃষকের মাঝে ফসলের বীজ ও সার বিতরন কৃষি সংবাদরাজবাড়ী

রাজবাড়ীতে ৭২০ কৃষকের মাঝে ফসলের বীজ ও সার বিতরন

রাজবাড়ীতে কৃষি প্রনোদনার আওতায়  রবি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, ভুট্টা, গম, পেয়াজ ও শীতকালীন মুগ ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।

সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন সেক প্রমুখ। 

পরে রাজবাড়ী সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের ৭২০ জন কৃষকের মাঝে ১ কেজি করে সরিষা বীজ, ২০ কেজি করে ডিওপি সার, ১০ কেজি করে এমওপি সার, ও ৩৪৫ জন কৃষকের মাঝে ২ কেজি করে ভুট্টা বীজ, প্রদান করা হয়।