Opu Hasnat

আজ ১৫ জুলাই বুধবার ২০২০,

ব্রেকিং নিউজ

ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ফরিদপুর

ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুর বিএনপি। সোমবার সকাল সাড়ে ৯ টায় শহরের ডায়াবেটিক্স এর মোড় হতে ফরিদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শহিদ পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মুছা, সাবেক সাংস্কৃতিক সম্পাদক আশরাফ হোসেন, সাবেক সহ-দপ্তর সম্পাদক দিলদার হোসেন, সাবেক সদস্য হাসানুর রহমান মৃধা, সাব্বির আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. হাবিবুর রহমান হাফিজ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠু প্রমুখ ।  

এসময় বক্তারা সরকার দলীয় লোকজনের কারসাজিতে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যর বৃদ্ধিতে জনগনের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার জোর প্রতিবাদ জানান এবং কারাবন্দি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।