Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

হোসেনপুরে পেঁয়াজ ক্ষেতে চুরি হওয়ার আশঙ্কায় দিনরাত পাহারায় কৃষক কৃষি সংবাদকিশোরগঞ্জ

হোসেনপুরে  পেঁয়াজ ক্ষেতে চুরি হওয়ার আশঙ্কায় দিনরাত পাহারায় কৃষক

হোসেনপুরে  রোপনকৃত পেঁয়াজ ক্ষেতে চুরি হওয়ার আশঙ্কায় দিনরাত পাহারা দিচ্ছেন কৃষক। হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ধূলজুরী গ্রামের মৃত আব্দুর রশিদ মড়লের ২য় পুত্র ফারজুল ইসলাম তার জমিতে এই পাহারা দিচ্ছেন। ফারজুল ইসলাম গত অক্টোবর মাসের মাঝামাঝিতে ১০ শতক জমিতে পেঁয়াজ চাষ করেন।
 
প্রতিনিয়ত জমি পরিচর্যা করায় পেঁয়াজের ফলন ভালো হয়েছে। বর্তমানে পেঁয়াজের দাম প্রতিদিন হু হু করে বৃদ্ধি পাওয়ায় প্রতি কেজি পেঁয়াজ ৩শত টাকা  গড়িয়েছে।

কৃষক ফারজুল ইসলাম জানান, বীজ পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় তিনি অল্প জমিতে পেঁয়াজ চাষ করেছেন। বাকি জমিতে শীতকালীন সবজি চাষ করেছেন। এলাকার একমাত্র পেঁয়াজ ক্ষেতে চুরির আশঙ্কায় ও দুষ্ট লোকদের কবল থেকে ফসল রক্ষার জন্য পাহারা দিচ্ছেন।