Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

হরিণাকুন্ডুতে ‘বন্দুকযুদ্ধে’ ৯ মামলার আসামি বাদশা শেখ নিহত ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে ‘বন্দুকযুদ্ধে’ ৯ মামলার আসামি বাদশা শেখ নিহত

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিণাকুন্ডু জোড়াপুকুরিয়া মাঠের একটি মেহগনি বাগানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বাদশা শেখ (৫৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। হত্যাসহ ৯ মামলার আসামি বাদশা শেখ উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের ডা. হেলাল উদ্দিন শেখের ছেলে। রোববার মধ্যরাতে এই বন্দুকযুদ্ধ সংঘটিত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধের সময় হরিণাকুন্ডু এসআই গোলাম সরোয়ার ও পুলিশ কনষ্টেবল সোহেল রানা আহত হয়েছেন। 

হরিণাকুন্ডু থানার এসআই আব্দুল জলিল খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, হরিণাকুন্ডু জোড়াপুকুরিয়া মাঠের একটি মেহগনি বাগানে সন্ত্রাসীরা গোপন বৈঠক করার খবর পেয়ে রোববার রাত দুইটার দিকে টহল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের গুলি বিনিময়ের এক পর্যায়ে ঘটনাস্থলে এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশ লাশটি শনাক্ত করতে নিকটস্থ গ্রামবাসিকে খবর দেয়। খবর পেয়ে কয়েকজন গ্রামবাসী ঘটনাস্থলে পৌছে লাশটি সন্ত্রাসী বাদশা শেখের বলে শনাক্ত করে। পুলিশ জানায় নিহত বাদশা শেখ পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির (জনযুদ্ধ এমএল) আঞ্চলিক নেতা ছিল। তার বিরুদ্ধে হত্যাসহ নয়টি মামলা রয়েছে।