Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

দামুড়হুদায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহোত্তর অনুষ্ঠান পন্ড, খাবার গেল মাদ্রাসায় চুয়াডাঙ্গা

দামুড়হুদায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহোত্তর অনুষ্ঠান পন্ড, খাবার গেল মাদ্রাসায়

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন হাউলি গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের হস্তক্ষেপে বাল্য বিবাহোত্তর অনুষ্ঠান পন্ড হয়ে গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরাতন  হাউলি গ্রামে এ ঘটনা ঘটে। বিবাহোত্তর অনুষ্ঠানে উপস্থিত বর পক্ষের লোকজনসহ আমন্ত্রিত অতিথিরা নির্বাহী অফিসারের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। রান্না করা খাবার দিয়ে দেওয়া হয় মাদ্রাসা শিক্ষার্থীদের।

জানা যায়, বৃহস্পতিবার রাতে দামুড়হুদার পুরাতন হাউলি গ্রামের ফরহাদ হোসেনের ৯ম শ্রেণী পড়ুয়া মেয়ের সাথে একই গ্রামের আ: হালিমের ছেলে ১০ম শ্রেণীর ছাত্র আবু সাঈদ এর সাথে গোপনে বাল্য বিয়ে সম্পন্ন করা হয়। পূর্ব নির্ধারিত দিন শনিবার রাতে ছেলে পক্ষের লোকজন আনুষ্ঠানিক বাবে বউ তুলে নিতে মেয়ে বাবার বাড়ীতে আসে। এর এক পর্যায়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন বাল্য বিয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতি টের পেয়ে মেয়ে ও ছেলে পক্ষের লোকজন পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার মেয়ের বাড়ীর রান্নাকরা খাবার দামুড়হুদা দারুস সুন্নাহ ইসলামিয়া আল জামিয়া মাদ্রাসার লিল্লাহ বোডিং এর  শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন জানান, বাল্য বিয়ের খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছানোর আগেই মেয়ে ও ছেলে পক্ষের লোকজন পালিয়ে যায়।