Opu Hasnat

আজ ৩ আগস্ট সোমবার ২০২০,

পরীমনির ‘বিশ্বসুন্দরী’র প্রচারণা ফোকফেস্টে বিনোদন

পরীমনির ‘বিশ্বসুন্দরী’র প্রচারণা ফোকফেস্টে

প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি ও সিয়াম আহমেদ। ছবিটি বর্তমানে রয়েছে মুক্তির অপেক্ষায়। এরইমধ্যে বৃহস্পতিবার চয়নিকা চৌধুরী পরিচালিত এ ছবির ভিন্নধর্মী প্রচারণা দেখা গেল। 

বৃহস্পতিবার শুরু হচ্ছে লোকসংগীতের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট-২০১৯’। বরাবরের মতো ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী এ উৎসব। সেখানে মাঠে সবুজ ঘাসের উপর বিভিন্ন স্থানে টানিয়ে রাখা হয়েছে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার পোস্টার। 

চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’। এতে পরী-সিয়াম ছাড়াও আরো অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা, দীপা খন্দকার, মনিরা মিঠু, সুজন ও সীমান্তসহ অনেকে।

এর আগে বৃহস্পতিবার ‘বিশ্বসুন্দরী’ ছবির একটি স্থির চিত্র প্রকাশ করেছেন পরীমনি। এরইমধ্যে যা  নজর কেড়েছে চলচ্চিত্রপ্রেমীদের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।