আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সংগঠন / 
বাংলাদেশ স্কাউটস আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপি (১৪-১৬ নভেম্বর) ৩য় বার্ষিক গ্রুপ স্কাউট ক্যাম্প-২০১৯ শহীদ স্মৃতি সরকারি কলেজ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র গ্রুপের সম্মানিত গ্রুপ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ শরিফ জসীম, স্বাগত বক্তব্য রাখেন- অত্র গ্রুপের গ্রুপ সম্পাদক ও জেলা রোভারের সহকারী কমিশনার মোঃ লিমন মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সমাপনী অনুষ্ঠানটিকে আলোকিত করেন, যার নেতৃত্বে বাংলাদেশ স্কাউটস এর মুক্তদল গুলো পরিচালিত হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান, বাংলাদেশ স্কাউটস এর সম্মানিত জাতীয় কমিশনার নাজমুল হক নাজু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যার উপস্থিতিতে অনুষ্ঠানটিকে আন্তর্জাতিক রূপ ধারণ করেছেন, ভারত স্কাউটস এন্ড গাইডস এর ত্রিপুরা স্টেটের রাজ্য সচিব, তথা, সদস্য, জাতীয় কাউন্সিল, ভারত স্কাউটস এন্ড গাইডস এবং অধ্যক্ষ, শারীর শিক্ষা বিভাগ, ইকফাই বিশ্ববিদ্যালয় ড. দুলাল দেবনাথ মহোদয়। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভারের প্রাণ পুরুষ, সদ্য বাংলাদেশ স্কাউটস কর্তৃক দ্বিতীয় সর্বোচ্চ এ্যাওয়ার্ড রৌপ্য ইলিশ প্রাপ্ত, ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভারের সম্মানিত সহ-সভাপতি প্রফেসর মোঃ মোখলেছুর রহমান (এলটি)। উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভারের সম্মানিত কমিশনার প্রফেসর অমৃত লাল সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি সরকারি কলেজে সম্মানিত অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন মহোদয়।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন- অত্র গ্রুপের সহ-সভাপতি লিপন মজুমদার, কোষাধ্যক্ষ মোঃ সাদ্দাম হোসেন, গ্রুপ লিডার ফুলনাহার বেগম, সদস্য, সুপ্রিয়া ভৌমিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল হাসান ভূইয়া, প্রতিষ্ঠাতা- শহীদ সিদ্দিক মুক্ত রোভার স্কাউট গ্রুপ, নজরুল ইসলাম চৌধরী-সম্পাদক, বাংলাদেশ স্কাউটস কসবা উপজেলা, এ,জেড, এম আরেফিন সিদ্দিক, রোভার স্কাউট লিডার- শহীদ স্মৃতি সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, ছাদেকুল ইসলাম রতন, রোভার লিডার টনকি মাদ্রাসা, জীবন মিয়া, রোভার স্কাউট লিডার-আইবি ওপেন রোভার স্কাউট গ্রুপ, ফাইয়িক চৌধুরী, রোভার স্কাউট লিডার- শরীফ কামাল মুক্ত রোভার স্কাউট গ্রুপ, সম্রাট, রেলওয়ে স্কাউট লিডার।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চলনা করেন- অলি আহাদ রতন, গ্রুপ সম্পাদক- শহীদ স্মৃতি সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ ও সহকারী কমিশনার বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার।