ঝিনাইদহে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন ঝিনাইদহ / 
ঝিনাইদহে ছুরিকাঘাতে শনিবার দুপুরে সিফাত হোসেন (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয় মাহি (১৭) নামে আরো এক যুবক। নিহত সিফাত ঝিনাইদহ শহরের কালিকাপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে এবং উজির আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের কথা ছিল।
গ্রামবাসি জানায়, নেশা করা নিয়ে কালীকাপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় দু’দল যুবকদের মধ্যে মারামারি হয়। এ ঘটনার জের ধরে শনিবার দুপুরে সিফাতকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষরা। রক্তাক্ত অবস্থায় কালীকাপুর গ্রামের আকরাম হোসেন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে সিফাতকে। অবস্থা খারাপ হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় যাওয়ার পথে সিফাতের মৃত্যু হয়। এ ঘটনায় কালিকাপুর গ্রামের তৈয়বের ছেলে মাহিকেও মারধর করা হয়। সে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নেশা সংশ্লিষ্ট কারণে দু’দল যুবকদের মধ্যে বিরোধের কারণে সিফাত খুন হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো মামলা হয়নি। খুনিদের চিহ্নিত ও নাম ঠিকানা সংগ্রহ করতে পুলিশ মাঠে নেমেছে।