ছাতকে ইউনাইটেড ক্লাবের মধ্যবার ফুটবল সুপারলীগের ফাইনাল খেলা সম্পন্ন খেলাধুলা /  সুনামগঞ্জ / 
সুনামগঞ্জের ছাতকে ইউনাইটেড ক্লাবের উদ্যোগে মধ্যবার ফুটবল সুপারলীগের ফাইনাল খেলা সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌরশহরের তাতিকোনা মহল্লায় সুরমা নদীর তীরে খেলার মাঠে অনুষ্ঠিত খেলায় ক্লাবের এ ও সি দুটি দলের মধ্যে প্রতিযোগিতায় এ দলকে ১ গোলে হারিয়ে সি দল বিজয়ী হয়। খেলা শেষে পুরুস্কার বিরতনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সদস্য শিক্ষক আনিসুর রহমান।
ইউনাইটেড ক্লাবের উপদেষ্টা প্রবীন ফুটবলার যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনাইটেড ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট ক্রীড়ামোদী রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল অদুদ। পৌর কাউন্সির দিলোয়ার হোসাইন থানার এসআই দেবাশীষ রায়, ডিএসবি কর্মকর্তা লুৎফুর রহমান, মুরব্বী সৈয়দ মখলিছুর রহমান মুকুল, ব্যবসায়ী ছালেক মিয়া, শিক্ষক আমিনুল ইসলাম, সৈয়দ জাহের হোসেন লাহিন, সৈয়দ ফজলে রাব্বি জনি, সৈয়দ মেহেদী হাসান, মাসুক মিয়া, সৈয়দ জুনেদ আহমদ, সৈয়দ তাজ উদ্দিন, সৈয়দ অলিউর রহমান, বাবর আহমদ প্রমুখ।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরী। খেলায় রেফিরির দায়িত্ব পালন করে ফজল মাহমুদ।