Opu Hasnat

আজ ২ জুলাই বৃহস্পতিবার ২০২০,

বুলবুলে সঠিক ক্ষতি নিরুপণ করে ব্যবস্থা নিতে হবে : বিভাগীয় কমিশনার বাগেরহাট

বুলবুলে সঠিক ক্ষতি নিরুপণ করে ব্যবস্থা নিতে হবে : বিভাগীয় কমিশনার

খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, ‘ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থদের সঠিক ক্ষতি নিরুপন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যাতে প্রকৃত ক্ষতিগ্রস্থ কেউ বাদ না পড়ে। সেদিকে প্রশাসন ও জনপ্রতিনিধিদের খেয়াল রাখতে হবে। দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ বাগেরহাটে বিভিন্ন এলাকায় পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের ত্রান সামগ্রী বিতরন করেন। 

মতবিনিময় সভায় জেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ গনমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। 

বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য দেন, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ-ই আলম বাচ্চু, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চুসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।