Opu Hasnat

আজ ২ জুলাই বৃহস্পতিবার ২০২০,

ছাতকে সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সুনামগঞ্জ

ছাতকে সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

সুনামগঞ্জ সিলেট সড়কের ছাতকের ধারণ এলাকায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত ১, আহত ২। নিহতের নাম আমির হোসেন (৩০)। সে উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের শেওলাপাড়া গ্রামের মৃত শামছুল ইসলামের পুত্র। 

জানা যায়, শুক্রবার দুপুরে ধারন এলাকায় সিলেট সুনামগঞ্জ সড়কে সিলেট থেকে আসা সিএনজি ও সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় সিএনজি’র যাত্রী একই ইউনিয়নের ভূইগাঁও গ্রামের রুকন মিয়া (২৮) ও সাব্বির মিয়া (২৬) কে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

এ ব্যাপারে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ২ আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। 

এই বিভাগের অন্যান্য খবর