Opu Hasnat

আজ ২ জুলাই বৃহস্পতিবার ২০২০,

দুর্নীতি-ধর্মব্যবসা সমানভাবে বাড়ছে : মোমিন মেহেদী রাজনীতি

দুর্নীতি-ধর্মব্যবসা সমানভাবে বাড়ছে : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, এক শ্রেণির তথাকথিত ধর্মীয় নেতাদের দায়সাড়া  গোছের ধর্মচর্চার কারণে দুর্নীতি-ধর্মব্যবসা সমানভাবে বাড়ছে। এরা মসজিদে-মন্দিরে দানবাক্স ভরাবার চেষ্টায় ব্যস্ত থাকায় হারাম-হালাল, বৈধ-অবৈধতার পার্থক্য নিয়ে আলোচনা থেকে দূরে সরে এসে স্বার্থ-সংশ্লিষ্টতায় অধিকাংশ সময় ব্যয় করেন। যে কারণে সাধারণ মানুষ সুদ-ঘুষ-দুর্নীতি করে একদিকে, অন্যদিকে সপ্তায় একদিন ধর্মীয় প্রতিষ্ঠানে যায় আর বাক্সে টাকা দিয়ে অন্যায়ের মাফ চায়, ভাবে এটাই বোধহয় বাঁচার সর্বোচ্চ রাস্তা। এভাবে বাংলাদেশকে খাদের কিনারে নেয়া হচ্ছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় শাহবাগের ফিল্ম হলে অনুষ্ঠিত শাহবাগ থানা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন। 

সভায় সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় সাংস্কৃতিকধারার সভাপতি অধ্যাপক শুভংকর দেবনাথ। সভায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান, প্রভাষক কুমকুম জাহান, নিরঞ্জন সরকার, চন্দন সেনগুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন।  

এই বিভাগের অন্যান্য খবর